সংবাদদাতা, তুফানগঞ্জ: ধলপল থেকে তুফানগঞ্জে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লোহার রেলিংয়ে ধাক্কা মেরে মৃত্যু হল এক বাইক চালকের। গুরুতর জখম হয়েছেন আরও এক। তাঁকে কোচবিহার মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে ধলপল-১ গ্রাম পঞ্চায়েতের নদীভাঙতি মোড়ে তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্যসড়কে। পুলিস জানিয়েছে, মৃতের নাম নারায়ণ বর্মন (৪৫)। জখম ব্যক্তির নাম সন্তোষ বর্মন। তাঁদের বাড়ি অন্দরান-ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বিলসি এলাকায়। বাইকে করে তাঁরা তুফানগঞ্জে আসছিল। পুলিস গোটা ঘটনাটি খতিয়ে দেখছে।