বছরের প্রথম দিন কলকাতা ও দক্ষিণবঙ্গে ফের কনকনে ঠান্ডা
বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের প্রথম দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে শীতের আমেজ অনেকটাই ফিরে এল। কয়েকটি জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলে কনকনে ঠান্ডা পড়েছে। সেখানে কোনও কোনও জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে আসে। দক্ষিণবঙ্গে এদিন শীতলতম স্থান ছিল পুরুলিয়া (৭.৬ ডিগ্রি)। উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ার কারণেই শীতের আমেজ ফিরে এসেছে। আগামী কাল, শুক্রবার পর্যন্ত শীতের এই আমেজ বজায় থাকবে বলে আশা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাপমাত্রা তারপর ফের কিছুটা বাড়তে পারে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৪.২ ডিগ্রি) স্বাভাবিক মাত্রার মধ্যেই ছিল। আজ, বৃহস্পতিবার ও আগামী কাল, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর তা পর্যায়ক্রমে বেড়ে ১৬-১৭ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। পশ্চিম হিমালয়ে ৪ জানুয়ারি, শনিবার নাগাদ পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। ফলে পশ্চিম হিমালয় এলাকায় প্রবল তুষারপাত এবং উত্তর ভারতে বৃষ্টিও হবে। এর প্রভাবে উত্তুরে হাওয়া কমজোরি হয়ে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গেও।