• নয়া রূপে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন ইন্টারফেস
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন অ্যাকাডেমিক ইন্টারফেস নতুন করে সেজে উঠছে। এর মাধ্যমে স্কুলগুলি শিক্ষাসংক্রান্ত নানা আবেদন করতে পারত। তবে, এতে বিভিন্ন সমস্যাও হচ্ছিল। তাই সেটিকে আরও সরল করে তোলা হচ্ছে বলে সংসদের দাবি। পাশাপাশি, এসব কাজে যত তথ্য আপলোড করতে হয়, তার সংখ্যাও কমানো হচ্ছে। নতুন ইন্টারফেস খুলবে ২৭ জানুয়ারি। ওয়েবসাইটে স্কুলগুলির জন্য ইউজার ম্যানুয়াল বা ব্যবহারিক নির্দেশিকাও দেওয়া হবে। তবে, এই কাজের জন্য ২৬ জানুয়ারি পর্যন্ত ইন্টারফেসটি বন্ধ থাকবে। স্কুলের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যালের নম্বর জমা দেওয়ার জন্যও সময় বাড়িয়ে করা হয়েছে ৩১ জানুয়ারি। তবে, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং অন্যান্য নথি দেওয়ার জন্য নির্ধারিত দিন ১৯ ফেব্রুয়ারি থেকে এগিয়ে ৭ ফেব্রুয়ারি করা হয়েছে। ওই দিনই নির্দিষ্ট বিতরণকেন্দ্রগুলি থেকে তা দেওয়া হবে। 
  • Link to this news (বর্তমান)