• আজ থেকে খুলছে সব জেলা আদালত
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল রাজ্যের সমস্ত জেলা আদালত। আজ, বৃহস্পতিবার থেকে আদালতগুলি  খুলে যাচ্ছে। অন্য঩দিকে, সমস্ত পকসো আদালতও বৃহস্পতিবার থেকে খোলা থাকছে। তবে গত আটদিন সমস্ত জেলা কোর্ট বন্ধ থাকলেও প্রতিটি মহকুমা ফৌজদারি কোর্ট খোলা ছিল। সেখানে বিভিন্ন মামলায় অভিযুক্তদের হাজিরও করা হয়েছিল।                                                              
  • Link to this news (বর্তমান)