নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল রাজ্যের সমস্ত জেলা আদালত। আজ, বৃহস্পতিবার থেকে আদালতগুলি খুলে যাচ্ছে। অন্যদিকে, সমস্ত পকসো আদালতও বৃহস্পতিবার থেকে খোলা থাকছে। তবে গত আটদিন সমস্ত জেলা কোর্ট বন্ধ থাকলেও প্রতিটি মহকুমা ফৌজদারি কোর্ট খোলা ছিল। সেখানে বিভিন্ন মামলায় অভিযুক্তদের হাজিরও করা হয়েছিল।