• কল্যাণীতে পালিত কল্পতরু উৎসব
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী শহরের বি-ব্লকের রামকৃষ্ণ মিশনে বছরের প্রথম দিন, বুধবার কল্পতরু উৎসব অনুষ্ঠিত হল। পরে দরিদ্র ও মেধাবী ১১ জন পড়ুয়াকে তাদের উচ্চশিক্ষার জন্য দেওয়া হয় স্বামী প্রভানন্দ শিক্ষা বৃত্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের সদস্য ও সহ-সাধারণ সম্পাদক স্বামী সত্যেশানন্দজি মহারাজ। আশ্রমের সম্পাদক স্বামী দুর্গানাথানন্দ বলেন, সারাদিন ধরে অনুষ্ঠান ছাড়াও প্রায় দু’হাজার ভক্তকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা ছিল।
  • Link to this news (বর্তমান)