হরিদেবপুরে সম্পর্কে টানাপোড়েনের জেরে ফাঁস দিয়ে আত্মঘাতী
বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ফানু দাস (৪৬)। জানা গিয়েছে, পাড়ার এক বিবাহিত মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু একটা সময় ফানু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। তখনই ওই মহিলা টাকার দাবি করেন। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ওই টানাপোড়েনের জেরেই আত্মঘাতী হন ফানু। এই ঘটনায় অভিযুক্ত মহিলা ও তার স্বামীকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিস।