• শিশুমন থেকে ‘মোবাইল-ব্যাধি’ ঝেড়ে ফেলতে ৮টি পঞ্চায়েতে পার্ক, জিম গড়ছেন সাংসদ কাকলি
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: শিশু থেকে বৃদ্ধ– মোবাইলে বুঁদ সকলেই। ফলে সমাজের সার্বিক ক্ষতি হচ্ছে বলে মানছেন বিশেষজ্ঞরা। সমাজকে এই ব্যাধি থেকে মুক্তি দিতে উদ্যোগী হলেন বারাসতের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষদস্তিদার। সাংসদ তহবিলের টাকায় অশোকনগর বিধানসভার আটটি পঞ্চায়েত এলাকায় তিনি পার্ক ও ওপেন জিম তৈরি করতে চলেছেন। প্রাথমিক পর্যায়ের কাজ শেষ। কয়েকদিনের মধ্যেই সেই পার্ক ও জিম তৈরির কাজ শুরু হয়ে যাবে।

    ২০০৯ সাল থেকে টানা চারবার বারাসত লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কাকলি ঘোষদস্তিদার। গত লোকসভা নির্বাচনে অশোকনগর বিধানসভা থেকে ১৩০৯৪ ভোটে এগিয়েছিলেন কাকলি। শহর এলাকায় আশানুরূপ ফল না হলেও গ্রামীণ এলাকায় জয় জয়কার ছিল তৃণমূলের। ইংরেজি নতুন বছরে তাই ‘উপহার’ নিয়ে এলেন সাংসদ। অশোকনগর বিধানসভা এলাকায় রয়েছে আটটি গ্রাম পঞ্চায়েত। প্রতিটি পঞ্চায়েতের একটি করে গ্রামে শিশু উদ্যান ও ওপেন জিম তৈরি করবেন কাকলি। সাংসদ তহবিলের থেকে আটটি প্রকল্পের জন্য ব্যয় হবে ৮০ লক্ষ টাকা। এজন্য জমি নেওয়া হয়েছে তিন থেকে চার কাঠা। প্রতিটি পঞ্চায়েত জমি চিহ্নিত করে সেই তথ্য পৌঁছে দিয়েছে জেলাশাসকের দপ্তরে। ডিপিআর প্রস্তুত। উদ্যানগুলিতে থাকছে শিশুদের খেলার বিভিন্ন সামগ্রী এবং রকমারি গাছ-গাছালি। আলো থাকবে সৌর বিদ্যুতের।

    এ নিয়ে সাংসদ কাকলি বলেন, মানুষ আমাকে চারবার ভরসা করে ভোট দিয়ে জিতিয়ে এনেছে। তাই তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। এদিকে, যত দিন যাচ্ছে, ততই যেন খেলার মাঠ হারিয়ে যাচ্ছে। শিশুমন নষ্ট হচ্ছে। ফলে শিশুদের শরীরেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এজন্যই শিশু উদ্যানের পাশাপাশি ওপেন জিম করা হবে। শিশুরা পার্কে খেলাধুলা করবে আর কিশোর-কিশোরীরা জিম। এজন্য ৮০ লক্ষ টাকা ব্যয় করা হবে আটটি পঞ্চায়েতে। চলতি মাসেই কাজ শুরু হবে।
  • Link to this news (বর্তমান)