নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিস পরিচয় দিয়ে মোবাইল ফোন কেনার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ভুয়ো অফিসার। ক্ষীতিশচন্দ্র দাস নামের ওই জাল পুলিস কর্মীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে বউবাজার থানা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল পরিচয়পত্র। খোঁজ চলছে তার বান্ধবীর।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ক্ষীতিশ মঙ্গলবার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে একটি মোবাইলে দোকানে যায়। তার সঙ্গে ছিল এক বান্ধবী। কুড়ি হাজার টাকা দামের একটি মোবাইল পছন্দ হয় তাদের। দোকানের মালিককে সে জানায়, ব্যাঙ্ক ঋণে মোবাইলটি কিনবে। মাসিক কিস্তিতে শোধ করবে টাকা। সেইমতো ব্যাঙ্কের এক কর্মী তার কাছ থেকে নথি চান। সেই সময় ক্ষীতিশ নিজেকে পুলিস হিসেবে পরিচয় দেয় এবং পুলিসের আইডি কার্ড সহ অন্যান্য কাগজ জমা দেয়। কাগজ দেখে সন্দেহ হওয়ায় তার কাছে জানতে চাওয়া হয়, তিনি কোন পদে রয়েছেন? তখন ওই ব্যক্তি নানা রকম উত্তর দেওয়ায় ব্যাঙ্কের কর্মীদের সন্দেহ দৃঢ় হয়। সঙ্গে সঙ্গেই তাঁরা বউবাজার থানায় খবর দেন। এ নিয়ে যখন কথাবার্তা চলছে, সেই ফাঁকে চম্পট দেয় যুবকের বান্ধবী। পুলিস এসে নথি পরীক্ষা করে জানায়, সব কাগজই জাল। অভিযুক্ত জেরায় বলে, সে ভুয়ো পরিচয় দিয়ে ফোন কিনতে এসেছিল। নথিও জাল করেছে সে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তার বান্ধবীর খোঁজ চলছে।