• তৃণমূলে যোগদান
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়া মিলননগর ইউথ অ্যাসোসিয়েশনের ময়দানে বুধবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৪০ জন। ২৭তম প্রতিষ্ঠা দিবসে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী, কাউন্সিলার সোনালি সিংহ রায় সহ দলের একাধিক নেতা। এদিন বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। টিটাগড়ে জেলা তৃণমূল অফিসে পতাকা উত্তোলন করেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। মঙ্গলবার রাত বারোটায় নৈহাটি উৎসবে পতাকা উত্তোলন করেন সাংসদ পার্থ ভৌমিক।
  • Link to this news (বর্তমান)