নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরে এসে খুদে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাত করে গেলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক তাতেন্ডা তাইবু। বুধবার স্থানীয় একটি ক্রিকেট অ্যাকাডেমির ডাকে তিনি চন্দননগরে এসেছিলেন। সেখানে দীর্ঘসময় খুদে ক্রিকেটারদের সঙ্গে কাটান। বর্তমানে পাপুয়া নিউ গিনির জাতীয় দলের কোচিং করছেন তাইবু। পরে তিনি বলেন, কলকাতা সহ ভারতের নানা জায়গায় আগামী কিছুদিন তিনি কোচিং করাবেন।