• বধূকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেপ্তার ১
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াসাঁকো এলাকায় এক বধূ বহুতল থেকে মরণঝাঁপ দিয়েছিলেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর এক আত্মীয়কে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম তারান্নাম আরা। বুধবার তাঁকে গ্রেপ্তার করে জোড়াসাঁকো থানার পুলিস জানিয়েছে, ৩০ নভেম্বর একটি বহুতল থেকে ঝাঁপ দেন ওই বধূ। সেই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন মৃতার পরিবারের সদস্যরা। ফরেন্সিক রিপোর্টে দেখা যায়, আত্মহত্যা করেছেন তিনি। তার ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়।  
  • Link to this news (বর্তমান)