• শীত ফিরতেই বছর পয়লায় ভিড় শহরে
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৫
  • এই সময়: হাড় কাঁপানো না হলেও শীত ফিরেছে। শহর কলকাতায় নতুন বছরের সেরা উপহার বোধহয় এটাই। শীত ফিরতেই ভিড়ও বাড়ল চিড়িয়াখানা থেকে ইকো পার্ক — সর্বত্র। বিভিন্ন পার্ক, শপিং মল, মাল্টিপ্লেক্সও ভিড় টানল বুধবার। তবে বড়দিনের মতো বছরের প্রথম দিনের ভিড়ে আর ইকো পার্ককে টেক্কা দিতে পারল না চিড়িয়াখানা। গত কয়েক দিনে অত্যুৎসাহী অনেকে চিড়িয়াখানায় হাজির হয়ে বাঁকুড়ায় ধরা পড়া বাঘিনি জি়নাতকে দেখার আবদার জুড়েছিলেন।

    তেমন কিছু দর্শক এ দিনও ছিলেন। তবে দূরদূরান্ত থেকে পশু-পাখি দেখার বিশুদ্ধ আনন্দে সামিল হয়েছিলেন ৮৫ হাজারেরও বেশি দর্শক। আর ইকো পার্কে ভিড় ছাড়িয়েছে ৯১ হাজারের গণ্ডি। পরের দু’টি স্থানে লড়াই হলো সায়েন্স সিটি এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের। জিতল ভিক্টোরিয়া।

    গত কয়েক দিন ধরেই দুপুরের রোদে ঘাম হচ্ছিল। তবে বড়দিন, বর্ষবরণ তো আর বার বার আসে না। তাই বড়দিনে বিশেষ ঠান্ডা না–থাকলেও হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন কলকাতার দর্শনীয় স্থানগুলিতে। তবে নতুন বছরের শুরুতে তাপমাত্রা এক ধাক্কায় কমেছে ৩ ডিগ্রি, সঙ্গে উত্তুরে হাওয়া। সব মিলিয়ে জমাটি আবহাওয়া। বুধবার সকাল থেকেই তাই ভিড় বাড়তে শুরু করে চিড়িয়াখানার বাইরে।

    কর্তৃপক্ষ জানিয়েছেন, এ দিন সেখানে এসেছিলেন ৮৫,৩৮৬ জন। গত বছরও ৮৫ হাজার মানুষ ভিড় করেছিলেন বছর পয়লায়। নিউ টাউনে ইকো পার্কের পাশাপাশি লাগোয়া এলাকায় রয়েছে মাদার ওয়াক্স মিউজ়িয়াম, মিনি চিড়িয়াখানা। ফলে গত কয়েক বছরে ওই পার্কে ভিড় উত্তরোত্তর বাড়ছে। গত বার বছর পয়লায় ভিড় হয়েছিল ১ লক্ষ ৩১ হাজার মানুষের। এ বার কর্তৃপক্ষের হিসেব, বুধবার দর্শকের সংখ্যা ছিল ৯১,৬৮৩ জন।

    ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর সমরেন্দ্র কুমার জানান, এ দিন এই ঐতিহাসিক সৌধে ভিড় করেছিলেন ৩৮,৩৫০ জন। সায়েন্স সিটিতে দর্শকের সংখ্যা ছিল ৩০,৩১৬। এর বাইরে জাদুঘর, মিলেনিয়াম পার্ক, ময়দান, আউট্রাম ঘাট, আর্মেনিয়ান ঘাট, শিবপুর বটানিক গার্ডেন, সল্টলেকের নলবন, ইএম বাইপাস লাগোয়া ক্যাপ্টেন ভেড়ি-সহ বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ ভিড় করেছিলেন।

    নিউ টাউনের এয়ারক্র্যাফট মিউজি়য়াম, অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কেও প্রচুর মানুষ এসেছিলেন। নিউ টাউন মেলা প্রাঙ্গণ এবং বিশ্ববাংলা গেটের পাশেও মেলা চলছে এখন। দুপুরের পর থেকে এই মেলাগুলিতেও প্রচুর মানুষ ভিড় করেছিলেন।

  • Link to this news (এই সময়)