খোদ পুরভবনে তার চুরি নিয়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠালেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিককালে বেশ কয়েক দফায় এসএন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার সদর দপ্তর থেকে এসি মেশিনের তার–সহ বিভিন্ন বৈদ্যুত্যিক তার চুরির অভিযোগ উঠেছে। তা নিয়েই এ বার কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে পুরসভা। পুর কমিশনার স্বপনকুমার কুণ্ডু বলেন, ‘নিউ মার্কেট থানাতে পুরসভার তরফে অভিযোগ জানানো হয়েছে।’
একাধিক সূত্রের দাবি, বিভিন্ন মোটা বৈদ্যুত্যকি তার কেটে তা থেকে তামা বের করে নেওয়া হচ্ছে। কারা এই কাজে যুক্ত তাদের এখনও চিহ্নিত করে উঠতে পারেনি পুরসভা বা পুলিশ। ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকেও এসির তার কেটে তামা চুরির অভিযোগ ওঠে পুরসভার অন্দরে। একটি সূত্রের দাবি, পরিস্থিতি এমন হয় যে সেই ঘটনার জেরে একাধিক মেয়র পারিষদ এবং শীর্ষকর্তার ঘরের এসি মেশিন বন্ধ রাখতে হয়।
কলকাতা পুরসভার প্রতিটি প্রবেশপথে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। এরপরেও কী ভাবে এই চুরি হচ্ছে তা নিয়ে ধন্দে পড়েছেন পুরকর্তারা। কেউ কেউ বলছেন, পুর ভবনের বাইরের পাঁচিল ঘেষে যে সব তার রয়েছে, সেখানেই চুরি হচ্ছে।