• সকাল থেকেই কনকনে উত্তুরে হাওয়ার দাপট, পারদ নামল ১৩-এর ঘরে
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৫
  • গত এক সপ্তাহের বেশি সময় ধরে রীতিমতো ধাপ্পা দিয়ে চলেছে শীত। ডিসেম্বরের কলকাতায় বেমালুম ঠান্ডা উধাও। বরং কেউ কেউ বসন্তেরও ছোঁয়া পেয়েছে। ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর। তবে নতুন বছরের রাত থেকেই কিছুটা বদল এসেছে আবহাওয়ায়। আজ বৃহস্পতিবার একেবারেই হাওয়া বদল। কনকনে উত্তুরে হাওয়া সকাল থেকেই। হাওয়া অফিস বলছে চলতি মরশুমে বৃহস্পতিবার দ্বিতীয় শীতলতম দিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতার সর্বনিম্ন পারদ নেমেছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে।

    তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না। শুক্রবার পর্যন্ত শীতের এই জোরদার ব্যাটিং চলবে। শনিবার, রবিবার ফের তাপমাত্রা বাড়বে। পৌষের তৃতীয় সপ্তাহেও কেন শীতের এমন দৈন্যদশা? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝায় জেরবার উত্তুরে হাওয়া। চাগিয়ে খেলার আগেই জোরদার ধাক্কা।

    ৪ জানুয়ারি শনিবার থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। তা প্রভাব ফেলবে সপ্তাহান্তের তাপমাত্রায়। বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতন অব্যাহত। কোনও কোনও জায়গায় তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাঘুরি করতে পারে।

    আবার ওই একই কারণে আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়ার পরিবর্তন সিকিম ও উত্তরবঙ্গে। ৭ জানুয়ারি মঙ্গলবার বছরের প্রথম তুষারপাত হতে পারে দার্জিলিঙে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার রাত এবং মঙ্গলবার।

    তার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা শুনিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

  • Link to this news (এই সময়)