• লক্ষ্য সুস্বাস্থ্য, আজ থেকে শুরু অভিষেকের ‘সেবাশ্রয়’
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৫
  • ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে শুরু হল ‘সেবাশ্রয়’। বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ডায়মন্ড হারবার এসডিও মাঠে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন অভিষেক। উদ্বোধনের পরে গোটা শিবির ঘুরে দেখেন। স্বাস্থ্য শিবিরে কী কী পরিকাঠামো করা হয়েছে, তা বিশদে দেখেন।

    তাঁর লোকসভা কেন্দ্রে আগেই ৭৫ দিন ধরে স্বাস্থ্য শিবির করার ঘোষণা করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা মতোই শুরু হয়েছে সেই কাজ। সেবাশ্রয়- নামে এই স্বাস্থ্য শিবির তাঁর লোকসভার অধীনে থাকা বিধানসভাগুলিতে ধাপে ধাপে হবে। প্রথমে এই ক্যাম্প শুরু হয়েছে ডায়মন্ড হারবার বিধানসভায়। ২ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ওই বিধানসভায় ৪১টি জায়গায় এই ক্যাম্প করা হবে। এই দিনগুলিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে হেলথ ক্যাম্প। এর পরে ধাপে ধাপে বাকি ৬টি বিধানসভা এলাকাতেও এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।

    রেজিস্ট্রেশন করার পরে ইউনিক আইডি দেওয়া হবে। তারপরে একটি বুকলেট দেওয়া হবে। তারপর ধাপে ধাপে চিকিৎসা চলবে। ৭৫ দিন ধরে ১২০০ চিকিৎসক এই ক্যাম্পে কাজ করবেন। ২৩ লক্ষ মানুষের কাছে পৌঁছবে এই ক্যাম্প। প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে এই স্বাস্থ্য শিবিরে ক্যান্সার স্ক্রিনিং, বোন ম্যারো ডেনসিটি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। পোর্টেবল ভেন্টিলেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিটি বিধানসভায় একটি করে মডেল ক্যাম্প থাকবে। ডাক্তারের চেম্বার মডেল ক্যাম্পগুলিতে তিনটে এবং এমনি ক্যাম্পগুলিতে ২টো করে থাকবে।

    উদ্বোধনের পরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী ১ বছর কোনও নির্বাচন নেই। আমরা প্রতি বছর এই কাজটা করি। কোভিডের সময়েই অপরিকল্পিত লকডাউনের কারণে সবাই নাস্তানাবুদ হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবকরা খাবার পৌঁছে দিয়েছিল। পরে কোভিডের ওয়েভে একদিনে ৩০ হাজার টেস্টের লক্ষ্য নিয়ে ৫০ হাজার টেস্টের ব্যবস্থা করেছি। পজিটিভিটি রেট নামিয়ে আনা হয়েছিল। তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচন করে লোকসভায় পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব কী ভাবে সেই কৃতজ্ঞতার ঋণ পরিশোধ করা যায়। কী ভাবে সেই আশীর্বাদের দাম দেওয়া যায়।’

    ‘সেবাশ্রয়’ সারা দেশের জন্য মডেল তৈরি করবে, X হ্যান্ডলে পোস্ট তৃণমূলের।

  • Link to this news (এই সময়)