আরও পারদ নামল বাংলায়। নতুন বছরের শুরুতেই শীতের দাপট শুরু। বুধবারের পর বৃহস্পতিবারও বহাল রয়েছে জাঁকিয়ে শীতের আমেজ। গতকাল কলকাতায় একধাক্কায় পারদ নেমেছিল ১৪ ডিগ্রির ঘরে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ঠান্ডার দাপট রয়েছে। অন্য দিরে, ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, শীতের আমেজ বহাল থাকবে।
কোন কোন জেলায় কবে বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৭ জানুয়ারি উত্তরবঙ্গের ৪ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির কাছে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৬১ শতাংশ।