আরও পড়ল পারদ, শৈত্যপ্রবাহের পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়
হিন্দুস্তান টাইমস | ০২ জানুয়ারি ২০২৫
ঘূর্ণাবর্ত আর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে এবার রাজ্যে তেমন কামড় বাসাতে পারেনি শীত। তবে গত ইংরাজির নতুন বছরে পারদ পতন কিছুটা ফিরিয়েছে শীতের আমেজ। আর তাতেই শৈত্যপ্রবাহের মুখে পশ্চিমের একাধিক জেলা। তবে শীতের এই দাপট বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ফের গায়েব হবে শীত। সপ্তাহের শেষে হতে পারে বৃষ্টিও।
আবহাওয়া দফতর থেকে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে তাতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সমতল এলাকাগুলির মধ্যে শীতলতম ছিল আসানসোল। সেখানে তাপমাত্রা নেমেছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। শুধু আসানসোল নয়, পশ্চিমের সমস্ত জেলাতেই তাপমাত্রা ছিল এক সংখ্যায়। হাঁড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে বোলপুরও। সেখানে পারদ নেমেছে ৯.২ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বর্ধমানে ৯.৬ ও বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে পুরুল্যার তথ্য বেলা সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া যায়নি। বুধবারের পর সম্ভবত পুরুল্যাই রাজ্যে সমতলে শীতলতম স্থান।
কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও এক ধাক্কায় আরও অনেকটা নেমেছে তাপমাত্রা। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪, আলিপুরে ১৩.২, বিধাননগরে ১৩। কৃষ্ণনগরে ১২, অশোকনগরে ১১.৫, বহরমপুরে ১২.৬, মেদিনীপুরে ১১.৩, দিঘায় ১২.৪।
উত্তরবঙ্গে মালদায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫, জলপাইগুড়িতে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে ৫.৬ ও কালিম্পংয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস।