পরপর পশ্চিমী ঝঞ্ঝা। অবাধ উত্তরে হাওয়ায় বাধা। ৪ জানুয়ারি শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর ফলে সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়বে। বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। আবার ওই একই কারণে আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়ার পরিবর্তন সিকিম ও উত্তরবঙ্গে।
আগামী ৭ জানুয়ারি মঙ্গলবার বছরের প্রথম তুষারপাত হতে পারে দার্জিলিঙে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের সম্ভাবনা আগামী সোমবার রাত এবং মঙ্গলবারে। তার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায়।
ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। বাকি জেলাতেও হালকা ও মাঝারি কুয়াশা।
এই মরশুমে তাপমাত্রা আর নিচে নামবে না। জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শুক্রবারের পর শনি ও রবিবার তাপমাত্রা একটু বাড়তে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের দাপুটে ব্যাটিং। পশ্চিমের জেলায় পারদ কোনো কোনো জায়গায় ৬ বা ৭ এর ঘরে।
কলকাতায় রাতের তাপমাত্রা ১৪.২ থেকে নেমে ১৩.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা ২২.৬ থেকে সামান্য বেড়ে ২২.৮ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় আড়াই ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৭ থেকে ৯৬ শতাংশ।