• দুদিনে পারদ নামল ৪ ডিগ্রি, শীতের আমেজ কলকাতায়
    প্রতিদিন | ০২ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশকের উষ্ণতম বড়দিনের সাক্ষী হয়েছে কলকাতা। কিন্তু ক্যালেন্ডারের পাতা ওলটাতেই হাওয়া বদল তিলোত্তমায়। শীতের চাদরে মুড়েছে শহর। মাত্র দুদিনে পারদ নেমেছে ৪ ডিগ্রি। কিন্তু এই আমেজ থাকবে কতদিন? কারণ, হাওয়া অফিস বলছে, নতুন বছরেও ফের চোখ রাঙাতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝা।

    আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, জানুয়ারির প্রথম সপ্তাহে শীতের আমেজ ফিরলেও জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডা অধরাই থেকে যাবে। শীতের এই পর্ব চলবে শুক্র-শনিবার পর্যন্ত। তারপর ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আজ, বৃহস্পতিবার কলকাতার পারদ নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। কালিম্পংয়ের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। ৬ ডিগ্রিতে নেমেছে দার্জিলিংয়ের পারদ। কিন্তু এই আমেজ বেশিদিন স্থায়ী হবে না। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৪ জানুয়ারি। এর প্রভাবে সপ্তাহান্তে বাড়বে উষ্ণতা।

    বাড়বে কুয়াশার দাপটও। কুয়াশা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই চার জেলাতে। অন্যান্য জেলাতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশা থাকবে। দার্জিলিং-সহ চার জেলাতে বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। এর পাশাপাশি আগামী সপ্তাহে ফের বৃষ্টি, তুষারপাতের সামান্য সম্ভাবনা উত্তরের একাধিক জেলায়। দার্জিলিং ও কালিম্পংয়ের হালকা তুষারপাতের সম্ভাবনা মঙ্গলবার ৭ জানুয়ারি। উঁচু পার্বত্য এলাকায় তুব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)