স্টাফ রিপোর্টার: উন্নয়ন দিয়েই শুরু করছেন নতুন বছর। আজ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে গোটা রাজ্যের উন্নয়নের কাজ কী অবস্থায় রয়েছে, তা নিয়ে পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যসচিব, ডিজি-সহ শীর্ষ প্রশাসনিক কর্তা থেকে জেলাশাসক, পুলিশ সুপার, ব্লকস্তর পর্যন্ত আধিকারিকরা ভারচুয়ালি এই বৈঠকে উপস্থিত থাকবেন। গঙ্গাসাগর মেলার পর মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজ দেখতে জেলা সফরেও যাবেন বলে জানা গিয়েছে।
২০২৪ সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের কাছে ছিল চ্যালেঞ্জের, একইসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসভা ভোটে বিজেপিকে রুখে রাজ্যে নিজেদের আসন বাড়িয়ে নিয়েছে তৃণমূল। সঙ্গে আবাস যোজনায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বড় লাগাতার আন্দোলন করে শেষপর্যন্ত রাজ্য সরকারের তরফে বঞ্চিত মানুষের হাতে আবাসের টাকা তুলে দিয়েছেন। সে কথা মনে করিয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ফের একবার আমরা পরীক্ষায় জিতেছি। পর পর প্রতিবন্ধকতা থেকে আমরা যে সমস্ত মাইলফলকগুলি অর্জন করেছি, তা আপনাদের ভালোবাসা এবং একতার জন্যই সম্ভব হয়েছে।’ সঙ্গে লিখেছেন, ‘আমরা ২০২৪ সালকে বিদায় জানাচ্ছি। আমাদের মূল শক্তি মা-মাটি- মানুষের লাগাতার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। আপনাদের আস্থা ও বিশ্বাসই যাবতীয় আক্রমণ ও শোষণের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সংকল্পকে আরও শক্তি জোগায়।’ সঙ্গে শায়েরি করে বলেছেন, ‘রোশনি চান্দ সে হোতি হ্যায়, সিতারো সে নেহি। মোহাব্বত তৃণমূল কংগ্রেস সে হোতি হ্যায়, অউর কিসিসে নেহি। আজকের দিনে আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই।’
একইসঙ্গে আগামিদিনের লড়াইয়ের বার্তাও দিয়েছেন মমতা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এখনও অনেকটা সময় হাতে আছে। তবে তার জন্য প্রস্তুতির ইঙ্গিতও দিয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘তৃণমূলের প্রত্যেক কর্মীর কাছে আমার আবেদন, মানুষের হয়ে লড়াইয়ের মানসিকতা রাখুন। এটাই আমাদের দলের মূল মন্ত্র। যা তাকে ‘মা-মাটি-মানুষ’ স্লোগানের সমার্থক করে রাখবে।’ মুখ্যমন্ত্রী বারবার বলেছেন ‘সমবেত উন্নয়নের’ কথা। তাঁর কথায়, “এই নতুন বছরে সব নেতিবাচকতা কেটে যাক, আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সমবেত উন্নয়নের লক্ষ্যে। বঞ্চিত মানুষের উন্নয়নে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই।”