হাজার কোটির অনলাইন প্রতারণা! বছরের শুরুতেই কলকাতায় অ্যাকশনে ED
প্রতিদিন | ০২ জানুয়ারি ২০২৫
অর্ণব আইচ ও বিধান নস্কর: নতুন বছরের শুরুতেই অ্যাকশনে ইডি। কলকাতা সহ-রাজ্যের একাধিক জেলার মোট ৮টি জায়গায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বৃহস্পতিবার সকাল থেকে চলছে তল্লাশি। সূত্রের দাবি, ভিনরাজ্যে দায়ের হওয়া হাজার কোটির অনলাইন প্রতারণা অভিযোগের ভিত্তিতেই এই অভিযান।
এদিন সকাল থেকে পার্ক স্ট্রিট, সল্টলেক, বাগুইআটি-সহ কলকাতার মোট ৫ এলাকায় চলছে তল্লাশি। পাশাপাশি একাধিক জেলার তিন এলাকায়ও ইডি অভিযান চলছে। সূত্রের দাবি, এদিন সকালে সল্টলেকের একটি গ্যারাজ এলাকায় তল্লাশি চালায় ইডি। সেখান থেকে একজনকে আটক করে বাগুইহাটি রঘুনাথপুরে অভিযান চালায় তারা। সেখানকার অভিজাত আবাসনে তিনতলায় সদানন্দ ঝাঁয়ের ফ্ল্যাটে তল্লাশি চলে। বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি।
ইডি সূত্রে খবর, চেন্নাইয়ে হাজার কোটির সাইবার প্রতারণাক অভিযোগ দায়ের হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রতারা চক্রের জাল ছড়িয়ে রয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে। সেই সূত্র ধরেই একদিনে আট জায়গায় হানা দেয় ইডি। ভোর থাকতেই অভিযান শুরু হয়। তাদের দাবি, তল্লাশি চালিয়ে প্রতারণা চক্রের শিঁকড় পৌঁছনো সম্ভব হবে।
প্রসঙ্গত, প্রায় ৬৪ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসত থেকে গ্রেপ্তার হয়েছিল তন্ময় পাল নামে এক যুবক। কিন্তু কেন্দ্রীয় পোর্টাল ঘাঁটতেই লালবাজারের গোয়েন্দাদের চক্ষু চড়কগাছ। সারা দেশ থেকে অন্তত ৩০০ জনের কাছ থেকে প্রায় ৬৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই যুবক। বারাসতের বাড়িতে বসেই এই বিপুল টাকার প্রতারণার কারবার খুলে বসেছিল সে। তার গ্রেপ্তারির পরই এবার ফের সাইবার প্রতারণা নিয়ে অ্যাকশনে ইডি।