• বছরের প্রথম দিনেই হাওড়া থেকে উদ্ধার প্রচুর জাল নোট, এসটিএফের হাতে গ্রেপ্তার এক...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই বিপুল জাল নোট-সহ ধর পড়লেন এক ব্যক্তি। রাজ্য পুলিশের বিশেষ দল (এসটিএফ) বুধবার দুপুরে ওই আন্তঃরাজ্য পাচারকারীকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে হাওড়া জিআরপি থানায়।

    পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম মুন্না। বয়স ৩০ বছর। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি এলাকায়। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে তল্লাশি চালায় এসটিএফ। তখনই মুন্নাকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৯২ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। সব ক'টি নোট ছিল ৫০০ টাকার। তাঁকে জেরা করে জানা গিয়েছে, এই জাল নোটগুলি মালদায় তৈরি করা হয়েছিল। সেগুলিকে হাওড়ায় নিয়ে আসা হয়েছিল বিক্রি করার উদ্দেশে। মুন্নার কাছে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে জালনোটগুলি উদ্ধার করে পুলিশ।      পুলিশ আরও জানিয়েছে, মুন্নার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৭৯ এবং ১৮০ ধারায় হাওড়া জিআরপি থানায় মামলা রুজু করা হয়েছে। মুন্নাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই আন্তঃরাজ্য জালনোট চক্রে আর কেউ যুক্ত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)