• 'অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ', নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে আক্রমণ মমতার...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য থেকে বিগত বেশ কয়েকদিনে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশির ভাগেরই যোগসূত্র রয়েছে বাংলাদেশে। সেই প্রসঙ্গে বিএসএফকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ''অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে বিএসএফ। রাজ্যে গুন্ডা পাঠিয়ে খুন করা হচ্ছে।''

    বৃহস্পতিবার নবান্নের সভাগৃহে ইংরাজি নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরুপ বিশ্বাস-সহ প্রশাসনের আরও অনেকে। সেখানেই বিএসএফের উপর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''অনুপ্রবেশকারীদের দেশে ঢোকাচ্ছে বিএসএফ। অনুপ্রবেশকারীদের একাংশের সঙ্গে সমঝোতা করেছে বিএসএফ। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। খুন করা হচ্ছে। মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে।'' তিনি আরও বলেন, ''সীমান্ত নিয়ন্ত্রণ করে বিএসএফ। সীমনা পাহারা দেওয়ার কাজ বিএসএফের। তৃণমূল বা রাজ্য পুলিশের নয়। মালদা, নদিয়া দিয়ে অনুপ্রবেশকারীদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি চাই দুই প্রান্তেই শান্তি বজায় থাকুক।'' এর সঙ্গে কেন্দ্রের একটি অংশের যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। 

    অনুপ্রবেশ নিয়ে বিশেষ নজরদারি চালাতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে দায়িত্ব দিয়েছেন মমতা। তিনি বলেন, ''রাজ্যের কোন কোন জায়গা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে সেই তথ্য পেয়েছেন ডিজি। আমাকে সে সব তথ্য দেওয়া হোক। আমি কেন্দ্রকে চিঠি লিখব। এর আগেও আমি এই বিষয়ে কেন্দ্রকে বলেছি।'' 

    গত সোমবার অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, কেন্দ্র এবং বিএসএফের সঙ্গে সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকের পর রাজনৈতিক মহলের অনুমান, অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের উপর পাল্টা চাপ সৃষ্টি করলেন মমতা। 
  • Link to this news (আজকাল)