• শিলিগুড়িতে রহস্য মৃত্যু মা ও ছেলের, চিকিৎসাধীন মেয়ে, মর্মান্তিক খবর শুনে হৃদরোগে আক্রান্ত বাবাও...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নববর্ষের দ্বিতীয় দিনেই মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হল শিলিগুড়িতে। মেয়ে চিকিৎসাধীন। স্ত্রী ও ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বাবাও। ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার উত্তরায়ণ টাউনশিপের ই-৯ ব্লকে। টাউনশিপের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার উদ্ধার হয়েছে দেহগুলি। বাথরুম থেকে উদ্ধার হয় মায়ের মৃতদেহ। একই ঘরের বিছানা থেকে উদ্ধার করা হয় ছেলের মৃতদেহ।  

    স্থানীয় সূত্রে খবর, নতুন বছরের প্রথম দিনে বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়েছিলেন মৃতা তিথি দাস (৩৮), তাঁর মেয়ে তেজাল দাস (১৮), ছেলে তেজস দাস (৮) ও তিথির ভাগ্নে তন্ময় সরকার। খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন তাঁরা। সকালে তেজাল তন্ময়কে জানায় তাঁর ভাই ও মা ঘুম থেকে উঠছেনা। খবর দেওয়া হয় প্রতিবেশীদের। তাঁরা এসে দেহগুলিকে উদ্ধার করে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। তেজালও বর্তমানে চিকিৎসাধীন। তিথির স্বামী ঘটনাস্থলে পৌঁছে ছেলে ও স্ত্রীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তিনিও চিকিৎসাধীন। 

    তন্ময় জানান, বুধবার রাতে নতুন বছর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছিল। সেই খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন তিনি। অপরদিকে, তিথি ও তাঁর ছেলে এবং মেয়ে অন্য একটি ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে তেজাল গিয়ে তাঁকে জানান, তার মা উঠছে না ঘুম থেকে। তিনি গিয়ে দেখেন, বাথরুমের মেঝেতে পড়ে রয়েছেন তাঁর মাসি  এবং তেজস বিছানায়। 

    ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরায়ন টাউনশিপ ফাঁড়ির পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। জানা গিয়েছে, ঘরের দরজা জানালা বন্ধ ছিল। ঘর গরম রাখতে একটি পাত্রে কয়লা জ্বালানো হয়েছিল। প্রাথমিক অনুমান, সেই কয়লার ধোঁয়া থেকে শ্বাসকষ্টের জেরেও মৃত্যু হতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)