• আগামী সপ্তাহে তুষারপাতের সম্ভাবনা পাহাড়ে,  উত্তরবঙ্গে পাল্লা দিয়ে বাড়বে শীত ...
    আজকাল | ০২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের প্রথম সপ্তাহে কুয়াশার আচ্ছাদনে শিলিগুড়ি শহরের তাপমাত্রা কমেছে।সকালে থেকে দুপুর পর্যন্ত কুয়াশার আবরণে ঢাকা রয়েছে উত্তরের একাধিক জেলা। কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। দুপুরের পর কয়েক ঘণ্টার জন্য সূর্যের দেখা মিললেও দিনের বাকি সময় কুয়াশা ছন্ন। তাতে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। প্রায় এক সপ্তাহ ধরে দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় আট থেকে নয় ডিগ্রি কম রয়েছে। 

    অন্যদিকে শৈল শহর দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোয় সারাদিন শৈত্য প্রবাহ। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্য পর্যায়ে পৌঁছেছিল। এর প্রভাব সবচেয়ে বেশি সড়ক পরিবহনে দেখা গেছে। 

    বিশেষজ্ঞদের মতে, আগামী ২-৩ দিন শীত থেকে স্বস্তি পাওয়ার কোন আশা নেই। তবে দুপুরের পর আবহাওয়া কিছুটা পরিষ্কার হওয়ার কারণে শীতের তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তরের মতে, পশ্চিমী ঝঞ্জার কারণে তাপমাত্রা কমেছে এবং আগামী দিনগুলিতে আরও শীতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের  শুরুতেই দার্জিলিংয়ের একধিক অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, লেপচা জগত, সুখিয়া পোখরি, বিজন বাড়ি, ও সীমানা অঞ্চলে তুষারপাত হতে পারে।  এ ছাড়া চলতি সপ্তাহে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা । ইতি মধ্যেই চলতি পরিস্থিতি নিয়ে বিশেষ নজরদারি করা হচ্ছে প্রশাসনিক মহলের তরফে।
  • Link to this news (আজকাল)