সাত সকালে মালদায় তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতিকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রয়াত তৃণমূলের সহ-সভাপতি বাবলা ওরফে দুলাল সরকার। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকেও কাউন্সিলরকে শ্যুটআউটের ঘটনায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মালদার ঝলঝলিয়া মাতাল মোড়ে দু'টি মোটরবাইকে চার দুষ্কৃতী বাবলাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি লাগে তাঁর মাথায়।
এরপর সঙ্কটজনক পরিস্থিতিতে তাঁকে আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে নামেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তদন্তে নেমে প্রথমেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাজির হন তিনি।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করে এক্স হ্যান্ডেল পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবলাবাবুর পরিবারকে সমবেদনা জানান। এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, "আজ এসপির অপদার্থতার জন্য আমার কাউন্সিলর খুন হয়ে গেল। তাঁর সিকিউরিটিও তুলে নেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে ওঁকে চিনতাম। আগেও তাঁকে অনেকবার অ্যাটাক করা হয়েছিল। দুর্ভাগ্য আমাদের। বর্ডার আর কালিয়াচক নিয়ে ব্যস্ত থাকলে জেলাক উন্নতি হবে না। ওখানে নিরাপত্তা দিন।"
শ্যুটআউটের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায় একটি দোকানের মধ্যে পালিয়ে আসছেন তৃণমূল কাউন্সিলর। বন্দুক নিয়ে তাঁকে ধাওয়া করছে দুই ব্যক্তি। দোকানের ভিতরে ঢুকেই গুলি করে দুষ্কৃতীরা। একটি গুলি লাগে তৃণমূল নেতার মাথার পিছন দিকে। এরপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হল না।
ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে, নাকি ব্যক্তিগত আক্রোশ, তদন্ত করছে পুলিশ। আজ সকাল ১০টা নাগাদ নিজের অফিস থেকে প্লাইউডের কারখানার দিকে যাচ্ছিলেন দুলালবাবু। সেই সময় দু'টি মোটর বাইকে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় পিছন থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়।