মালদহে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে পরপর গুলি, মৃত্যু হাসপাতালে
বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
নিজস্ব সংবাদদাতা, মালদহ: বৃহস্পতিবার সকালে মালদহের ইংলিশবাজার পুরসভা এলাকায় ভয়াবহ ঘটনা। খোদ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলরকে লক্ষ্য করে চালানো হল গুলি। দুলাল (বাবলা ) সরকার নামে ওই কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল নেতাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মালদহের ঝলঝলিয়া মাতাল মোড়ে দাঁড়িয়েছিলেন দুলাল সরকার। আশেপাশে তখন ব্যস্ত মানুষজন। তারই মধ্যে বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁদের মুখ হেলমেটে ঢাকা ছিল। প্রথম দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, তৃতীয় গুলিতে বিদ্ধ হন তৃণমূল নেতা। এরপরেই সেখান থেকে চম্পট দেয় দুই অভিযুক্ত।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে আসার সময় দুলালের অবস্থা ছিল আশঙ্কাজনক। পরে তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনায় মালদহ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কী কারণে এই হামলা করা হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।