• পারিবারিক অশান্তির জেরে বারাসতে স্ত্রীকে কুড়ুল দিয়ে কোপ! মারাত্মক জখম মহিলা, স্বামী পলাতক
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিনেই বারাসতে রক্তারক্তি কাণ্ড। পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় মহিলা গুরুতর জখম হয়েছেন। অন্যদিকে, অভিযুক্ত স্বামী পলাতক।

    জানা গিয়েছে, বৃহস্পতিবার বারাসতের কাজীপাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল বেলা হঠাৎই তাঁরা জোর চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ৩৫ বছরের ফতেমা বিবি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তাঁর স্বামী আব্দুল জলিল তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। এমনকী একবার আব্দুল কুড়ুল উঁচিয়ে স্ত্রীকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করে বলে অভিযোগ।

    কোনওক্রমে ঘটনাস্থল থেকে ফতেমা বিবিকে উদ্ধার করে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় স্থানীয়রা। বর্তমানে ওই গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক।
  • Link to this news (বর্তমান)