• স্কুলের মিড ডে মিলে ফুলকপির তরকারি খেয়ে রাঁধুনিদের প্রশংসা রচনার
    দৈনিক স্টেটসম্যান | ০২ জানুয়ারি ২০২৫
  • ‘দশে দশ। তেল-মশলা ছাড়া এত ভাল রান্না আগে কোনও দিন খাইনি।’ স্কুলের মিড ডে মিলে ফুলকপির তরকারি খেয়ে রাঁধুনিদের প্রশংসা করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নতুন বছরের শুভেচ্ছা জানাতে নিজের সংসদীয় এলাকা হুগলিতে আসেন রচনা। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যান তিনি।

    প্রথমে চুঁচুড়ার দুটি কলেজে যান তৃণমূল সাংসদ। এরপরেই চুঁচুড়ার জ্যোতিষচন্দ্র স্কুল, গরবাটি ও অনুকুল চন্দ্র স্কুলে হাজির হন তিনি। খুদে পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশপাশি স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও আলাপচারিতে সারেন রচনা। স্কুলগুলির কী কী চাহিদা, তা নিয়ে কথা বলেন হুগলির তৃণমূল সাংসদ।

    জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিলের রান্নাঘর ঘুরে দেখেন রচনা। একই সঙ্গে বাচ্চাদের জন্য তৈরি খাবার চেখেও দেখেন তিনি। ফুলকপির তরকারি দিয়ে ভাত খাওয়ার পর রচনা বলেন, দশে দশ। তেল-মশলা ছাড়া এত ভাল রান্না আগে কোনও দিন খাইনি। ডাল পছন্দ করি না। তাই ফুলকপির ডালনা দিয়ে ভাত খেলাম।

    রাঁধুনিদের প্রশংসা করে রচনা বলেন, রান্নাঘরও পরিষ্কার-পরিচ্ছন্ন। মিড ডে মিল যাঁরা রান্না করেন, তারা খুব সুন্দর তরকারি বানিয়েছেন। খুব ফ্রেশ খাবার বাচ্চাদের জন্য স্কুলের দিদিরা করে দিচ্ছেন। শিশুরা ঠিকমত মিড ডে মিল পাচ্ছে কি না, তা খতিয়ে দেখার জন্যই এই পরিদর্শন বলে জানান তিনি।

    ২০২৫ সালে দ্বিতীয় দিন সকাল সকাল হুগলি মহসিন কলেজ যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হাজির হন হুগলি উইমেন্স কলেজে। পড়ুয়াদের সঙ্গে হাসিমুখে সেলফিও তোলেন টলি অভিনেত্রী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)