• বছরের প্রথম রাতেই দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু সিভিকের
    দৈনিক স্টেটসম্যান | ০২ জানুয়ারি ২০২৫
  • বছরের প্রথম দিনে কাজ সেরে বাড়ি ফিরছিলেন বনগাঁ থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার সৌমিত্র আচার্য (৩২)। তবে বাইক নিয়ে বনগাঁ-বাগদা সড়কে উঠতেই ঘটল অঘটন। নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মৃত্যু হল তাঁর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার আরামডাঙা এলাকার বনগাঁ-বাগদা সড়কে।

    স্থানীয় সূত্রে খবর, কাজ সেরে বাড়ি ফিরছিলেন সৌমিত্র। তখনই তাঁকে পিছন থেকে ধাক্কা মারে নিয়ন্ত্রণহীন গাড়ি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়েরা উদ্ধার করে যুবককে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা গাড়িটি ধরতে পারলেও এলাকা ছেড়ে চম্পট দেয় চালক। পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলের পাইপ বসানোর কাজ চলছে রাস্তায়। যার জেরে আগের থেকে অনেকটাই সংকীর্ণ হয়েছে রাস্তা। অন্যদিকে রাস্তা খোঁড়ার ফলে দুর্ঘটনা লেগেই থাকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)