• ডুয়ার্স ঘুরতে গিয়ে মৃত্যু কলকাতার মহিলার, বছরের শুরুতে শোকের ছায়া পরিবারে
    দৈনিক স্টেটসম্যান | ০২ জানুয়ারি ২০২৫
  • বছর শেষে ঘুরতে গিয়েছিলেন ডুয়ার্স। সব কিছু ঠিকই ছিল, তবে সিকিম ঘুরেই ঘটল অঘটন। শারীরিক অসুস্থতা নিয়ে নববর্ষের সকালে ডুয়ার্সেই মৃত্যু হল কলকাতার মহিলার। মৃতার নাম পলি জানা। দক্ষিণ শহরতলির বেহালার বাসিন্দা তিনি।

    মৃতার পরিবার সূত্রে খবর, নববর্ষ উদযাপন করতে পরিবারের সঙ্গে ডুয়ার্সে ঘুরতে গিয়েছিলেন তিনি। উঠেছিলেন মালবাজার মহকুমার মেটেলি ব্লকের এক অতিথিশালায়। সেখান থেকেই ঘুরতে যান সিকিম। ফেরার পর আচমকা অসুস্থ হয়ে যাওয়ায় ভর্তি করা হয়েছিল মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে। বুধবার নতুন বছরের সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

    পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই হাই ব্লাডসুগারে ভুগছিলেন পলি। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। অন্যদিকে নতুন বছরে পাহাড়ে ঘুরতে গিয়ে মৃত্যুকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই মৃতার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)