• জিনাতকে ধরতে খরচ ৩৫ কোটি
    দৈনিক স্টেটসম্যান | ০২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি– টানা ৯ দিন বনদপ্তরকে নাকানি-চোবানি খাইয়ে ছেড়েছে জিনাত। ২০ ডিসেম্বর ঝাড়গ্রামের কাটাচুয়ার জঙ্গল থেকে বেলপাহাড়ির কাঁকড়াঝোড়, ময়ূরঝর্না-সহ বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে বাঘিনী জিনাত। সেখান থেকে পুরুলিয়ার রাইকা পাহাড় এলাকায় বনকর্মীদের সঙ্গে টানা সাতদিন লুকোচুরি খেলে শুশুনিয়া পাহাড় টপকে বাঁকুড়ায় ঢুকে শেষে ২৯ ডিসেম্বর ঘুম পাড়ানি গুলিতে শান্ত করা হয় বাঘিনি জিনাতকে। এই ৯ দিনে বনকর্মীদের পরিশ্রম ছাড়াও খরচ হয়েছে ৩৫ কোটি টাকা।

    ১৭৭ জন বনকর্তা-কর্মীর পরিশ্রমে অবশেষে বছরের শেষ দিনে মঙ্গলবার রাতে গ্রিন করিডর করে আলিপুর থেকে ওড়িশায় নিয়ে যাওয়া হয়েছে জিনাতকে।

    বাঘিনী ধরতে খরচের হিসেবে দিতে গিয়ে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, ‘বাঘিনি জিনতকে ধরপাকড়ের জন্য পুরো টিম টানা ১০ দিন জঙ্গলে থেকেছে। একাধিক জেনারেটর চলেছে। গাড়ি, খাওয়া খরচ, গ্রাম ঘেরার জাল— সব মিলিয়ে প্রাথমিকভাবে ৩৫ কোটি টাকা খরচের হিসেব পাওয়া গিয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে।’

    তবে বাঘিনীকে ধরতে যথেষ্ট বেগ পেতে হলেও বনমন্ত্রী জিনাতকে সরকারি অতিথি হিসেবেই দেখছেন। তিনি জানালেন, ‘জঙ্গল তো ওদেরই! ফের যদি জিনাত বাংলায় ঢোকে তাতে আমরা প্রস্তুত পাহারাদার হিসেবে। বাঘিনির মন চাইলে আসবে, আমরা সরকারি আতিথেয়তা দেওয়ার চেষ্টা করব!’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)