• শোকার্ত মুখ্যমন্ত্রী...
    ২৪ ঘন্টা | ০২ জানুয়ারি ২০২৫
  • রণজয় সিংহ: মারা গেলেন দুলালচন্দ্র সরকার (ওরফে বাবলা)। এক্স হ্যান্ডেলে তাঁকে নিয়ে পোস্ট করলেন শোকাহত মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনি তাঁর বার্তায় লিখেছেন, নিহত দুলাল তাঁর (মুখ্যমন্ত্রীর) দীর্ঘদিনের সহযোগী। তৃণমূলের শুরু থেকেই তিনি মমতার সঙ্গে আছেন। দুলালের খুনের ঘটনা জেনে তিনি গভীর ভাবে আহত হয়েছেন।

    নতুন বছরের দ্বিতীয় দিনের সকালেই এই ভয়ংকর কাণ্ড ঘটল মালদায়। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা সংশ্লিষ্ট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে লক্ষ্য করে চলল গুলি। প্রকাশ্যে দিবালোকে এই হাড়হিম করা ঘটনা। মালদার ইংরেজবাজারে এই শুটআউট। মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলালচন্দ্র সরকারকে লক্ষ্য করে চলেছিল এই গুলি। ইংরেজবাজারের ঝলঝলিয়ার কাছে দুলালচন্দ্রের নিজের প্লাইউড কারখানার কাছে ঘটেছিল এই ভয়াবহ ঘটনা। দুলালচন্দ্রের প্লাইউড কারখানা থেকে মাত্র ২০০মিটার দূরে ঘটে! 

    কী ঘটেছিল? 

    জানা গিয়েছে, একটি বাইকে করে তিনজন এসেছিল। তারা এসে বাইক থেকেই গুলি চালায়। পরপর গুলি চালানো হয় তৃণমূল কংগ্রেস নেতা দুলালচন্দ্রকে লক্ষ্য করে। একটি গুলি লাগে দুলাল সরকারের মাথার কাছে। বেশ সংকটজনক ছিল দুলাল সরকারের পরিস্থিতি। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছন দুলাল সরকারের অনুগামীরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই পুলিস তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেই জানা গিয়েছে। এই শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জেলা-সহ রাজ্য-রাজনীতির অন্দরেও। প্রকাশ্য দিনের বেলায়  ভরা বাজারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! 

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় তাঁর দীর্ঘ এক্স-বার্তায় দুলালকে তাঁর 'ক্লোজ অ্যাসোসিয়েট' বলে উল্লেখ করেন। তিনি দুলালের স্ত্রী চৈতালি সরকারকেও গভীর সমবেদনা জানান। দুষ্কৃতীদের দ্রুত ধরা হবে, এমন আশাও তিনি প্রকাশ করেন তাঁর বার্তায়।

  • Link to this news (২৪ ঘন্টা)