পুলিস সূত্রে খবর, নিহতের নাম সুব্রত মাঝি। বাড়ি, মহিষবাথানের উদয়ন পল্লিতে। ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন তিনি। পরিবারের লোকেদের দাবি, ঘড়িতে প্রায় সাড়়ে দশটা। ৩১ ডিসেম্বর রাতে সুব্রতকে ফোন করেছিলেন তাঁরই বন্ধু। বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এরপর আর বাড়ি ফেরেননি ওই যুবক। ফোনেও যোগাযোগ করা যায়নি। শেষে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকেরা, কিন্তু ছেলের সন্ধান পাননি।
গতকাল, বুধবার সকাল রক্তাক্ত অবস্থায় সুব্রতকে বাড়িতে পৌঁছে দিয়ে যায় তাঁর এক বন্ধু। কিন্তু বাড়িতে ফেরার পর শারীরিক অবস্থায় অবনতি হয়। এরপর তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে, তারপর আরজি করে। দুপুরে মৃত্যু হয় সুব্রতের। পরিবারের অভিযোগ, বর্ষবরণের রাতে পরিকল্পনামাফিক ওই যুবককে বাড়ির বাইরে নিয়ে গিয়েছিল বন্ধুরা। তারপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। তারজেরেই মৃত্যু। ঘটনার তদন্তে নেমে মৃতের এক বন্ধুকে গ্রেফতার করেছে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। কেন ওই যুবক মারধর করা হল? নেপথ্যে কারা? খতিয়ে দেখা হচ্ছে।