• Luis Enrique Sacked:‌ বিশ্বকাপে বিপর্যয়, চাকরি গেল এনরিকের 
    আজকাল | ০৯ ডিসেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বকাপে বিপর্যয়।

    চাকরি গেল স্পেন কোচ লুইস এনরিকের। বৃহস্পতিবার তাঁকে কোচের পদ থেকে বরখাস্ত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 
    কাতার বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত করেছিল স্পেন। প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে দিয়েছিল। এরপর জার্মানির সঙ্গে ১–১ ড্র। কিন্তু জাপানের কাছে হেরে গ্রুপে দ্বিতীয় হয়ে প্রি–কোয়ার্টারে যায় স্পেন। কিন্তু সেখানে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ২০১০ সালের বিশ্বজয়ীরা। এরপরই কোপ নেমে এল এনরিকের উপর। প্রসঙ্গত ২০১৮ বিশ্বকাপের পরেই স্পেন ফুটবল দলের কোচ হন এনরিকে। এনরিকের কোচিংয়ে গত ইউরোর সেমিফাইনালে উঠেছিল স্পেন। কিন্তু ইটালির কাছে টাইব্রেকারে হারতে হয় স্পেনকে। বিশ্বকাপেও একই ঘটনার পুনরাবৃত্তি। তবে হার এবার শেষ ষোলোয়। এবং প্রতিপক্ষ মরক্কো। স্পেন ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‌সিদ্ধান্ত ইতিমধ্যেই কোচকে জানিয়ে দেওয়া হয়েছে। এনরিকে ও তাঁর কোচিং স্টাফদের ধন্যবাদ। এবার নতুন প্রজেক্ট শুরু হবে।’‌ 
    বিশ্বকাপ থেকে বিদায়ের পর এনরিকে অবশ্য কোচের পদে থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশন আর তার উপর আস্থা রাখল না। নতুন কোচ করা হল লুই দে লা ফুয়েন্তেকে। নতুন কোচ ফুয়েন্তে অনূর্ধ্ব–২১ দলের দায়িত্বে ছিলেন। তাঁর অধীনে অনূর্ধ্ব–১৯ এবং অনূর্ধ্ব–২১ ইউরো জিতেছে স্পেন। টোকিও অলিম্পিক্সে তারা রুপো পেয়েছে। আগামী ১২ ডিসেম্বর কোচ হিসাবে তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হবে।

     
  • Link to this news (আজকাল)