কাজ করছে না পেসমেকারের ব্যাটারি! ‘কালীঘাটের কাকু’র দাবি উড়িয়ে কী বলছে মেডিক্যাল রিপোর্ট?
প্রতিদিন | ০২ জানুয়ারি ২০২৫
অর্ণব আইচ: ‘কালীঘাটের কাকু’র শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালের রিপোর্ট বলছে, সেই মুহূর্তে পরীক্ষা-নিরীক্ষায় সুজয়কৃষ্ণ ভদ্রের হৃদরোগ সংক্রান্ত সমস্যা পাওয়া যায়নি। হৃদরোগ সংক্রান্ত কোনও চিকিৎসার এই মুহূর্তে প্রয়োজন নেই। অথচ প্রাথমিক দুর্নীতিতে ধৃত ‘কালীঘাটের কাকু’র আইনজীবীর আদালতে দাবি, তাঁর পেসমেকারে সমস্যা আছে। সবমিলিয়ে ক্রমশ ঘনাচ্ছে রহস্য।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠনের দিন আদালতে আসার পথেই জ্ঞান হারান সুজয়কৃষ্ণ। সেই সময় প্রথমে তাঁকে এসএসকেএম, রাতে নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছিলেন আইসিইউতে। পরে সিসিইউতে পাঠানো হয়। গতকাল, বুধবার রাতে তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন সুজয়কৃষ্ণ আদালতে হাজির না থাকায় চার্জগঠন ৬ জানুয়ারি পর্যন্ত মুলতবি রইল। যারা এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে ওইদিন সেই অভিযুক্তদের ভারচুয়ালি হাজির করতে হবে।
এদিন আদালতে সুজয়কৃষ্ণের আইনজীবী বলেন,”আমার ক্লায়েন্টকে আলিপুরের বেসরকারি হাসপাতালে থেকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ভেন্টিলেশনে ছিলেন, এখন আইসিসিইউতে আছেন।” বিচারক জানতে চান, কী হয়েছে ওঁর? উত্তরে আইনজীবী জানিয়েছেন, “পেসমেকারের সমস্যা আছে। ১০ বছর হয়ে গিয়েছে পেসমেকার বসানো হয়েছে। ব্যাটারি কাজ করছে না। আরও কিছু সমস্যা আছে। তাই ওঁকে অন্যত্র সরানো হয়েছে। আইসিসিইউতে আছেন।”
এদিন আদালতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট জমা পড়েছে। এই তথ্য হাসপাতালের সুপার, প্রেসিডেন্সি সংশোধনাগারের তরফেও সুনিশ্চিত করা হয়েছে। সূত্রের খবর ওই রিপোর্টে লেখা হয়েছে, ‘কালীঘাটের কাকু’কে অজ্ঞান অবস্থায় আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় হৃদপিণ্ড সংক্রান্ত সমস্যা সেই মুহূর্তে পাওয়া যায়নি। হৃদরোগ সংক্রান্ত কোনও চিকিৎসার এই মুহূর্তে প্রয়োজন নেই। ফলে অন্য কোনও সমস্যা রয়েছে কি না, তার দেখতে অন্য একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে।