'লবি চলে লবি…' প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারদের চেপে ধরলেন মমতা
হিন্দুস্তান টাইমস | ০২ জানুয়ারি ২০২৫
নবান্নে প্রশাসনিক বৈঠকে একের পর এক ধমক দিলেন মুখ্য়মন্ত্রী। রাজ্যের অন্তত চারজন মন্ত্রীকে নিশানা করে তিনি তোপ দাগেন। মালদায় তৃণমূল নেতার খুনের পেছনে এসপির অপদার্থতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে বর্তমানে পুলিশমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবুও পুলিশকে একহাত নিলেন তিনি।
মমতার নিশানায় এদিন ছিলেন জেলার পুলিশ সুপারদের একাংশ। তিনি বলেন, জেলার এসপি নিজের মতো দল তৈরি করেন। …নাকা চেকিং হয় না ঠিক মতো। কোনও এসপি যদি মনে করেন একটা চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য জায়গায় তাহলে এসপি হতে হবে না। তিনি বলেন, সৎ পুলিশ অফিসারদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে লবি। বন্ধু বলে প্রমোশন দিতে হয়। কাজের লোক না হলে কোনও লবি চলবে না।
এদিন পদে পদে তিনি পুলিশকে চেপে ধরেন। দিনহাটায় দিল্লি পুলিশের টিম পরিযায়ী শ্রমিকদের ভেরিফিকেশন করার জন্য় এসেছে একথা উল্লেখ করেই ধমক দেন মমতা। কেন দিল্লি পুলিশ এখানে এসে যাচাই করবে সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সব জেলাকে নির্দেশ দেন এমন ঘটনা যেন না হয়।
মমতা বলেন, 'কী শুনছি দিনহাটায় গিয়ে দিল্লি পুলিশ ভেরিফিকেশন করছে। ওরা কে ভেরিফিকেশন করার। আমরা করব। দিল্লি পুলিশ করতে পারবে না। এটা করা যাবে না। বিএসএফতে খিচুড়ি খাওয়াচ্ছো, দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছো, আর রাজ্যকে রসাতলে পাঠাচ্ছো।' এরপরই ডিজি রাজীব কুমারকে তিনি বিষয়টি দেখার জন্য বলেন।
এদিকে মালদায় খুন হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা দুলাল সরকার। এলাকায় বাবলা সরকার বলেই পরিচিত ছিলেন তিনি। এদিকে মমতা বলেন, এসপির অপদার্থতার জন্য় এটা হয়েছে। অনুপ্রবেশ হলেও কেন পুলিশ ধরতে পারছে না সেই প্রসঙ্গ তোলেন তিনি। ডিজি রাজীব কুমারকে নির্দেশ দেন কোন জায়গা দিয়ে লোক ঢোকানো হচ্ছে তা দেখতে হবে।
কার্যত নানা ইস্যুতে তিনি পুলিশকে একহাত নেন। মালদায় তৃণমূল নেতা খুনে রীতিমতো ক্ষুব্ধ মমতা। কেন তাঁর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সরকারি জমি জবরদখল নিয়েও সরব মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,'যারা সরকারি জমিতে বসে গিয়েছে…. নতুন করে যেন আর জবরদখল না হয়। তা করলে সেই এলাকার এসপি, আইসির বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে। বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও না। মন্ত্রক থেকে কাউন্সিলার, পঞ্চায়েত,কেউ যদি মনে করে নিজের স্বার্থে জায়গা দিয়ে দেব, সেটাও টলারেট করব না।'