আবেদনকারীর নথি পাঠাতে হবে সব কর্তৃপক্ষের কাছে, পাসপোর্ট জালিয়াতি রুখতে নির্দেশ
হিন্দুস্তান টাইমস | ০২ জানুয়ারি ২০২৫
পাসপোর্ট জালিয়াটি রুখতে এবার আরও কঠোর পদক্ষেপ করল লালবাজার। এবার পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া সমস্ত নথি সঠিক কিনা তা সংশ্লিষ্ট নথিপ্রদানকারী কর্তৃপক্ষের কাছ থেকে জানতে হবে। সেটি যাচাই করার পর বোঝা যাবে আবেদনকারীর নথিগুলি সঠিক না ভুয়ো। আর তার ফলে জাল পাসপোর্ট তৈরি আটকানো যাবে বলে মনে করছে লালবাজার। ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি করেছে লালবাজার। তবে সেক্ষেত্রে পাসপোর্টের আবেদনের পর সেটি হাতে পেতে সময় বাড়বে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
সাধারণত পাসপোর্ট তৈরির জন্য আবেদনকারী ভোটার কার্ড, আধার কার্ড, জন্মের শংসাপত্র অথবা স্কুল, কলেজের বা বোর্ডের শংসাপত্র জমা দিয়ে থাকেন। এবার এই সমস্ত শংসাপত্রগুলি সঠিক কিনা তার জন্য সেগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এর জন্য দায়িত্বে থাকবেন পুলিশের পাসপোর্ট অফিসার। তারা সেই সমস্ত নথিগুলি পরীক্ষা করার পর পাসপোর্ট অফিসারকে জানাবেন। তারপরে পরবর্তী পদক্ষেপ নেবেন পাসপোর্ট অফিসার। যদিও সাধারণত বর্তমানে পাসপোর্ট পেতে ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত সময় লেগে যায়। তবে এক্ষেত্রে নথি যাচাই করা হলে সেই সময় কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে এর আগে ওসিদের সতর্ক করেছিল লালবাজার। সেক্ষেত্রে আবেদন জমা নেওয়ার আগে থানার দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসারদের সঙ্গে ওসিদের কথা বলতে বলা হয়েছিল। এছাড়াও, পাসপোর্ট যাচাইয়ের প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশে আরও বলা হয়েছে, পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে কারও বিরুদ্ধে অপরাধমূলক কাজের কোনও অভিযোগ রয়েছে কিনা তা ঠিকমতো যাচাই করতে হবে। আর ভিন রাজ্যের হলে সংশ্লিষ্ট রাজ্যে আবেদনকারীর নামে কোনও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে।
ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পাসপোর্ট তৈরির জন্য আবেদনকারীর ঠিকানায় যেতে হবে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের। এরপর আবেদনকারী সহ পুলিশ অফিসারের ছবি সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে তুলে অ্যাপে আপলোড করতে হবে। শুধু তাই নয়, ঠিকানার অক্ষাংশ-দ্রাঘিমাংশ যেন আপলোড হয়ে যায়। তাতে বোঝা যাবে পুলিশ অফিসার সেখানে সশরীরে গিয়েছিলেন কি না। উল্লেখ্য, বাংলাদেশি নাগরিকদের অবৈধ ভাবে ভুয়ো পাসপোর্ট তৈরির একটি চক্রের হদিস পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।