ঘাটাল মাস্টার প্ল্যান শেষ হতে কত সময় লাগবে? রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট
হিন্দুস্তান টাইমস | ০২ জানুয়ারি ২০২৫
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বছরের পর বছর ধরে নানা কথা। এদিকে সেই প্রকল্পের কাজ কবে শেষ হবে তা নিয়ে নানা জল্পনা রয়েছে। প্রতিবার ভোট এলেই রাজনৈতিক সভা সমিতিতে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। এসবের মধ্য়েই এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, কীভাবে ওই প্রকল্পের কাজ হচ্ছে, এই ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা কী তা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে।
আসলে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে একটা জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
আগামী ৬ সপ্তাহের মধ্য়ে রাজ্য়ের সেচ ও জলপথ পরিবহণ দফতরের প্রধান সচিবকে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, এই প্রকল্পের জন্য কত টাকা খরচ হবে, এই প্রকল্পের কাজ শেষ করতে সব মিলিয়ে কত দিন সময় লাগবে সেটাও জানানো হয়েছে।
এদিকে প্রতিবার বর্ষায় ডুবে যায় ঘাটাল। সেই বাম জমানা থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নানা চর্চা। প্রতিবার বর্ষা আর ভোট এলেই ওঠে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। আর তারপর ফের যেন কোথায় হারিয়ে যায় সেই প্ল্যান।
বছরের পর বছর ধরে একই ছবি। এদিকে এর আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ২০২৬ সালের মধ্য়ে ঘাটাল মাস্টার প্ল্যান শেষ হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন।
২০২৪ সালের মে মাসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভোট প্রচারে গিয়ে বলেছিলেন, আমি কথা দিলে ১০০ শতাংশ কথা রাখি। আমি দেবকে বলেছি আমার ২-৩ বছর সময় লাগবে। হাজার কোটি টাকার প্রজেক্ট। একটু সময় লাগবে।
এদিকে ২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে ঘাটালে মাস্টার প্ল্যান শেষ না হলে বড় অস্বস্তিতে পড়তে পারে শাসকদল। তবে এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করা নিয়ে সাংসদ দেব ও মুখ্য়মন্ত্রীর কথার মধ্য়ে কিছুটা ফারাক ছিল।
২০২৯ সালে ঘাটাল মাস্টার প্ল্যান শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন দেব। তবে সেই সময় এই কথার সঙ্গে একমত হতে পারেননি মমতা। সেই সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতার জন্য। আর আগের সিপিএমের জন্য। মমতা চাইলে সাড়ে তেরো বছরে করত। মাস্টার প্ল্যানের এখন কোথায় কী! এখনও জমি অধিগ্রহণ করা হয়নি। কে জমি দেবে? এই দেউলিয়া সরকারকে কে জমি দেবে? ২০২৬ সালে বিজেপি সরকার হবে। বিজেপি মাস্টার প্ল্যান করবে।
আবার দেব বলেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে প্রচারে যাব না। মমতা বন্দ্যোপাধ্য়ায় কথা দিলে কথা রাখেন। মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন। সবাই মিলে পাশে থাকতে হবে।