কাজ গেল ৫১জনের, বছরের প্রথম দিনেই বিপর্যয় এল জীবনে
হিন্দুস্তান টাইমস | ০২ জানুয়ারি ২০২৫
নতুন বছর অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে এসেছে। আবার নতুন বছরে কারোর কারোর জীবনে একরাশ হতাশাও এনেছে। এসবের মধ্য়েই বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি যাদবপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি বা আইআইসিবির ৫১জন অস্থায়ী কর্মীর কাজ গেল বলে খবর। তাঁদেরকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। এদিকে বছর শুরুর দিনেই এই বিপর্যয় নেমে আসায় তাঁরা স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। অনেকেই এজেন্সির অধীনে ল্যাব টেকনিশিয়ান হিসাবে কাজ করতেন।
সব মিলিয়ে আচমকাই বিরাট বিপদ নেমে এসেছে তাঁদের উপর। আগামী দিনে কীভাবে তাঁরা সংসার চালাবেন সেটা কিছুতেই বুঝতে পারছেন না। কার্যত আকাশ ভেঙে পড়েছে তাঁদের উপর। এদিকে ২০-২৫ বছর ধরে তাঁরা এই সংস্থায় কাজ করতেন। সব মিলিয়ে ৯৬জন অস্থায়ী কর্মী ছিল এই সংস্থায়। কিন্তু তার মধ্য়ে ৫১জনকে ইমেল করে জানিয়ে দেওয়া হয় তাদের চাকরি থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরই ভেঙে পড়েন তাঁরা। এদিকে যে অস্থায়ী কর্মীদের চাকরি রয়েছে তাঁরা মারাত্মক অনিশ্চয়তার মধ্য়ে পড়ে গিয়েছেন। কে তাঁদের এভাবে ছাঁটাই করা হল সেটা তাঁরাও বুঝতে পারছেন না। তবে প্রতিষ্ঠানের গবেষক ও শিক্ষকদের অনেকেই এই ছাঁটাই হওয়া কর্মীদের পাশে দাঁড়িয়েছেন।