সঞ্জয় একলা নাকি আরও কেউ? আরজিকর নমুনা-সিসি ফুটেজে অনেক প্রশ্ন
হিন্দুস্তান টাইমস | ০২ জানুয়ারি ২০২৫
আরজিকর কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় রায়কে। কিন্তু আরজি কর কাণ্ডে একটা প্রশ্ন বার বারই উঠছে সঞ্জয় ছাড়া আর কেউ কি যুক্ত ছিল ওই ভয়াবহ ঘটনায়?
ইতিমধ্যেই আন্দোলনকারী চিকিৎসকরা এনিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। মূলত সিবিআইয়ের চার্জশিট আর সিএফএসএল রিপোর্টের পরিপ্রেক্ষিতে নানা সন্দেহ দানা বাঁধছে আন্দোলনকারী চিকিৎসকদের একাংশের মধ্য়ে।
আন্দোলনকারীদের একাংশের মতে, সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গিয়েছিল তাদের মধ্য়ে একমাত্র সঞ্জয়কে চিহ্নিত করা সম্ভব হয়েছে। বাকিরা কে? এনিয়ে নতুন করে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। এখানেই শেষ নয়।
আন্দোলনকারী চিকিৎসকদের একাংশের দাবি, সিএফএসএল রিপোর্টে বলা হয়েছে, নির্যাতিতার শরীর থেকে যে নমুনা মিলেছে তাতে কন্টামিনেটেড বা মিশ্রিত ডিএনএ প্রোফাইলে নির্যাতিতা ও সঞ্জয় ছাড়া আরও চারজন পুরুষ ও একজন মহিলার ক্রোমোজোম রয়েছে।
সংবাদমাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সিএফএসএল রিপোর্টে নির্যাতিতার স্তনবৃন্তে, পায়ু ও যোনিদ্বারের সোয়াব নমুনায় মাল্টিপল অটোজমাল এসটিআর জেনেটিক প্রোফাইল এর ইঙ্গিত মিলেছিল। তাতে দেখা গিয়েছে মোট সাতজনের ডিএনএ রয়েছে যার মধ্য়ে নির্যাতিতা সহ দুটি ডিএনএ মহিলার। সঞ্জয় সহ বাকি পাঁচটি ডিএনএ পুরুষের। এখানেই প্রশ্ন বাকি পাঁচজন তাহলে কে?
এসব নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। কেন সিসি ক্যামেরায় থাকা বাকিদের চিহ্নিত করা সম্ভব হল না তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে এই সময়ের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, সিবিআইয়ের নথিতে উল্লেখ করা হয়েছে, রাত আড়াইটে থেকে ভোর ৫টা ৫১ মিনিট পর্যন্ত ফুটেজে সঞ্জয় সহ সব মিলিয়ে পাঁচজনকে অন্তত ৬৮বার যাতায়াত করতে দেখা গিয়েছে। সেই সেমিনার রুমে যাওয়ার রাস্তায় থাকা সিসি ক্যামেরায় এই ছবি দেখা গিয়েছে। সঞ্জয়কে অন্তত তিনবার ঢুকতে ও বের হতে দেখা গিয়েছে। বাকি চার তাহলে কারা? একজনের গলায় নাকি স্টেথোস্কোপ ছিল। তিনি তাহলে কে?
এবার গোটা ঘটনায় সিবিআইয়ের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীদের একাংশ। চিকিৎসকদের একাংশের দাবি, কলকাতা পুলিশ যেখানে তদন্তে শেষ করেছিল তারপর সিবিআই আসলে করলটা কী? এতদিন পরেও বাকিদের চিহ্নিতই করতে পারল না?
টিভি৯ বাংলার রিপোর্টেও দাবি করা হয়েছে, নির্যাতিতার যোনিদ্বার থেকে মেলা ডিএনএ নমুনার বিশ্লেষণে দেখা গিয়েছে, D12S391 মার্কারে অন্য মহিলার সঙ্গে নির্যাতিতার নমুনার মিশ্রণ স্পষ্ট। সেই অন্য মহিলার জেনোটাইপ হল 16/22।