• Brazil: গত ২০ বছর নকআউটে পারফরম্যান্স খারাপ ব্রাজিলের, এবার কি চাকা ঘুরবে? 
    আজকাল | ০৯ ডিসেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: শেষ ২০ বছর ধরে নকআউটে ইউরোপিয়ানদের কাছে পরাজিত ব্রাজিল, এবার কি পারবে ভাগ্যের চাকা ঘোরাতে? কাতার বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী হিসেবে অন্যতম ফেভারিট মানা হচ্ছে ব্রাজিলকে।

      আগামীকাল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে নেইমাররা। এই ম্যাচের আগে অল্প হলেও ব্রাজিলকে চাপে রেখেছে অতীত পরিসংখ্যান। গত ২০ বছর ধরে বিশ্বকাপের নকআউটে কোনও ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল। এই ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে নতুন করে নিজেদের পুনরুজ্জীবিত করতে চায় তিতের শিষ্যরা। ২০০২ সালে শেষবারের মতো বিশ্বকাপের নকআউটে কোনও ইউরোপিয়ান দলকে হারিয়েছিল ব্রাজিল। ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল কাফুরা। এরপর আর নকআউটে কোনও ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি সেলেকাওরা।

    ২০০৬ সাল থেকে নকআউটে ইউরোপিয়ান দলগুলোর বিরুদ্ধে ব্রাজিলের পরিসংখ্যান:

    ২০০৬- ব্রাজিল ০-১ ফ্রান্স (কোয়ার্টার ফাইনাল)
    ২০১০- ব্রাজিল ১-২ নেদারল্যান্ডস (কোয়ার্টার ফাইনাল)
    ২০১৪- ব্রাজিল ১-৭ জার্মানি (সেমিফাইনাল)
    ২০১৪- ব্রাজিল ০-৩ নেদারল্যান্ডস (তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ)
    ২০১৮- ব্রাজিল ১-২ বেলজিয়াম (কোয়ার্টার ফাইনাল)
  • Link to this news (আজকাল)