• ‘আমরাও কালীভক্ত তবে রটনা করে পয়সা উপায় করবেন না,’ কলকাতার মন্দিরের সামনে ক্ষোভ
    হিন্দুস্তান টাইমস | ০২ জানুয়ারি ২০২৫
  • সুকিয়া স্ট্রিট মোড়ের কাছেই মন্দির। মা শ্য়ামাসুন্দরী মন্দির। আর সেই মন্দিরকে ঘিরে আজব প্রচার। বলা ভালো গত কয়েকমাস ধরেই সেখানে এক অদ্ভূত বুজরুকি শুরু হয়েছে বলে খবর। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মন্দিরের পক্ষ থেকে নানা ধরনের রটনা করা হয়। আর এই রটনার জেরে কার্যত ভক্তদের ভিড় লেগেই থাকে। কিন্তু এই রটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিও চরমে উঠেছে। 

    বাসিন্দাদের অভিযোগ, মন্দিরের পক্ষ থেকে রটনা করা হচ্ছে মা রাতে হাঁটেন, নাচেন, কথা বলেন। এমনকী মহিলা ভক্তদের কোনও গহনা পছন্দ হলে মা চেয়েও নেন। তাঁদের আরও অভিযোগ, পুজোর নাম করে বিপুল টাকা নেওয়া হচ্ছে। ভোগের জন্য যে চাল জমা পড়ছে তা রাতের অন্ধকারে পাচার করা হচ্ছে। মূলত আয় বৃদ্ধির জন্যই নানা ধরনের পন্থা নেওয়া হচ্ছে। এর জেরে ভক্তদের মধ্য়েও চরম বিভ্রান্তি ছড়াচ্ছে। 

    এদিকে বছরের প্রথম দিনেই সেই মন্দিরের সামনে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, মন্দির কর্তৃপক্ষ আয় বাড়ানোর জন্য নানা ধরনের প্রচার করছে। বাসিন্দাদের একাংশের দাবি, আমরা সকলেই মা কালীর ভক্ত। কিন্তু মা কালীকে সামনে রেখে এমন ধরনের ব্যবসা করা হচ্ছে যেটা ঠিক হচ্ছে না। 

    এদিকে এই ধরনের বিক্ষোভের খবর পেয়েই তৃণমূলের কাউন্সিলর অয়ন চক্রবর্তী ও তৃণমূল নেতা কুণাল ঘোষ এলাকায় যান। স্থানীয় থানার পুলিশবাহিনীও ঘটনাস্থলে আসে। এলাকায় শান্তি বজায় রাখার জন্য আবেদন করা হয়েছে। একদিকে পুজোয় যাতে কোনও বিঘ্ন না ঘটে সেটা দেখা হচ্ছে। আবার পুজোর নাম করে যাতে অপপ্রচার করে ভক্তদের আবেগে আঘাত দেওয়া না হয় সেটাও দেখা হচ্ছে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)