• পুলিশের গাফিলতিতেই মালদায় খুন হয়েছেন TMC নেতা, নবান্নে বসে তীব্র ভর্ৎসনা মমতার
    হিন্দুস্তান টাইমস | ০২ জানুয়ারি ২০২৫
  • পুলিশি নিষ্ক্রিয়তাতেই খুন হয়েছেন ইংরেজবাজার শহরের তৃণমূল নেতা দুলাল সরকার। বৃহস্পতিহার নবান্নে এক বৈঠকে এই খুনের জন্য পুলিশকেই দুষলেন মুখ্যমন্ত্রী। তার আগে সোশ্যাল মিডিয়ায় দুলাল সরকারের মৃত্যুর জন্য শোকপ্রকাশ করেন তিনি। এই হত্যাকাণ্ডের জেরে ফিরহাদ হাকিমকে তিনি মালদায় যেতে বলেছেন বলে জানান মমতা।

    এদিন মমতা বলেন, মালদায় আমাদের নেতা বাবলা সরকার খুন হয়েছেন। পুলিশের গাফিলতিতেই খুন হয়েছে বাবলা। ও আগে পুলিশের নিরাপত্তা পেত। পরে ওর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। আমি ববি আর সাবিনাকে মালদায় যেতে বলেছি।

    বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার শহরের জনবহুল এলাকায় দলীয় কার্যলয়ের কাছেই খুন হন তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। প্রতিদিনের মতো এদিনও ইংরেজবাজার শহরে তৃণমূলের পার্টি অফিসে যান দুলালবাবু। সেখানে কাজকর্ম সেরে নিজের কারখানার উদ্দেশে রওনা হন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৩ বাইকআরোহী। খুব কাছ থেকে মোট চার রাউন্ড গুলি চালায় তারা। তার মধ্যে ৩ রাউন্ড গুলি লাগে দুলালবাবুর শরীরে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীরা তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে সঙ্গে সঙ্গে তাঁর অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুলালবাবুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

    খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার। ঘটনাস্থল খতিয়ে দেখলেও সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি তিনি। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে শুরু করেছে পুলিশ। যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আততায়ীরা মাথায় হেলমেট পরে ও কাপড় বেঁধে এসেছিল। রাজনৈতিক কারণে এই হামলা, না কি এর পিছনে কোনও ব্যবসায়িক শত্রুতা রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)