• নতুন বছরে ইকোপার্ক ৯০ হাজারি, পিছনে ফেলে দিল চিড়িয়াখানাকে
    হিন্দুস্তান টাইমস | ০২ জানুয়ারি ২০২৫
  • প্রতিবার নববর্ষের উৎসবে জনজোয়ার দেখা যায় শহরের রাস্তা থেকে শুরু করে দর্শনীয় স্থানগুলিতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শীতের আমেজ গায়ে মেখে নববর্ষের প্রথম দিন উপচে পড়া ভিড় দেখা গেল চিড়িয়াখানা, ইকোপার্ক থেকে শুরু করে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, পার্কগুলিতে। বড়দিন এবং বর্ষশেষে অবশ্য চিড়িয়াখানায় ভিড় ইকোপার্ককে ছাপিয়ে গিয়েছিল। তবে বছরের প্রথম দিনেই সেই ছবি উল্টে গেল। চিড়িয়াখানাকে ছাপিয়ে বছরের প্রথম দিন সবচেয়ে বেশি ভিড় হল ইকোপার্কে।

    বছরের প্রথম দিন সকাল হতেই রাস্তায় নেমে পড়ে জনতা। কারও গন্তব্যস্থল ছিল চিড়িয়াখানা, কারও ইকো পার্ক অথবা নিকো পার্ক বা ভিক্টোরিয়া, সায়েন্সসিটি। বেলা বাড়তেই এই সমস্ত জায়গাগুলিতে ভিড় বেড়েছে মানুষের। কোথাও ভিড় ৯০ হাজার ছাড়িয়ে গিয়েছে, আবার কোথাও ৭০ হাজার মানুষের ভিড় হয়েছে। যদিও কিছু কিছু জায়গায় ভিড় ১০ হাজারের গণ্ডিও পার করতে পারেনি।

    জানা যাচ্ছে, নববর্ষে চিড়িয়াখানায় ভিড় হয়েছিল ৮৫,৩৮৬ জন মানুষের। অন্যদিকে, ইকো পার্কে ভিড় হয়েছিল ৯১ হাজার ৬৮৩ জন মানুষের। ফলে স্বাভাবিকভাবেই বছরের প্রথম দিনে ভিড়ের নিরিখে চিড়িয়াখানাকে ছাপিয়ে গিয়েছে ইকোপার্ক। অন্যদিকে, সায়েন্সসিটি এবং ভিক্টোরিয়াতেও দর্শনার্থী কম ছিল না। এদিন শহরের অনেকেই আবার বেছে নিয়েছিলেন সায়েন্সসিটি এবং ভিক্টোরিয়াকে। নববর্ষে ভিক্টোরিয়ায় ভিড় হয়েছিল ৩৮ হাজার ৩৫০ মানুষের। তবে সেই তুলনায় কিছুটা পিছিয়ে ছিল সায়েন্স সিটি। সেখানে ভিড় হয়েছে ৩০ হাজার ৩২৫ মানুষের। কলকাতার অন্যান্য দর্শনীয় স্থানের তুলনায় নববর্ষে এবার জাদুঘরে অনেকটাই ভিড় কম ছিল। বুধবার সেখানে ৮ হাজার মানুষের ভিড় হয়েছিল। এদিকে, কাশীপুর উদ্যানবাটীতে কল্পতুরু উৎসবকে সামনে রেখেও সেখানে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার দর্শনার্থী। উত্তর কলকাতার দর্শনীয় স্থানে ভিড় হয়েছিল ৭১ হাজার মানুষের। 

    উল্লেখ্য, বড়দিন হোক বা বর্ষবরণ, অথবা নববর্ষ। ভিড়ের ক্ষেত্রে ইকো পার্ক এবং চিড়িয়াখানার মধ্যে টক্কর চলতেই থাকে। এ বারও তার ব্যতিক্রম হয়নি। ইকো পার্ক সূত্রে জানা যায়, সেখানে বর্ষবরণের দিন ভিড় হয়েছিল ৩১ হাজার ৬৯৮ জন মানুষের। সেই তুলনায় আলিপুর চিড়িয়াখানায় ভিড় বেশি ছিল। এখানে বর্ষবরণে ভিড় হয়েছিল ৪০ হাজার ৬৬১ জন মানুষের। এই সময়ে কলকাতা, শহরতলী, দূরবর্তী জেলা এমনকী ভিন রাজ্যের মানুষও ভিড় করেন এই দর্শনীয় স্থানগুলিতে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)