• মেদিনীপুরে নামী ব্যবসায়ীর বাড়িতে হানা আয়কর দপ্তরের, ১২ ঘণ্টা ধরে চলছে তল্লাশি
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৫
  • বছরের শুরুতে রাজ্যে ফের তৎপর আয়কর দপ্তর। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের নামী ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রায় ১২ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি অভিযান চলছে আয়কর দপ্তরের আধিকারিকদের। পাশাপাশি খড়্গপুর শহরের কৌশল্যা এলাকায় অবস্থিত একটি কারখানাতেও বৃহস্পতিবার তল্লাশি চালানো হয়। 

    মেদিনীপুরের উপকন্ঠে আমতলা সংলগ্ন সদরঘাট এলাকায় অবস্থিত এক ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় আয়কর দপ্তরের আধিকারিকদের ম্যারাথন তল্লাশি অভিযান শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয় অভিযান। এ দিন সকালে ৪টি গাড়িতে করে আসেন আয়কর দপ্তরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ব্যবসায়ীর বাড়ি ঘিরে রাখেন।

    মাঝখানে আধিকারিকদের দু'টি গাড়ি কিছুক্ষণের জন্য বাইরে বেরোলেও পরে গাড়ি দুটি ফেরত আসে। আধিকারিকদের একটি গাড়ি বিকলও হয়ে যায়। পরে তা মেরামত করা হয়।

    তবে ঠিক কী কারণে এই অভিযান, সন্ধ্যা পর্যন্ত তা স্পষ্ট নয়। ভেতরে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, আমতলা সংলগ্ন সদর ঘাট এলাকায় গণপতি বসু স্মৃতি সদনে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এছাড়াও আরও বেশ কিছু ব্যবসা রয়েছে। ওই ব্যবসা বসু পরিবার দ্বারা পরিচালিত হয়। পরিবারের এক সদস্য জেলা বণিক সভা বা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের (PMDCCI) শীর্ষ আধিকারিক বলেও জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)