গানের আওয়াজে বোঝা গেলনা হাতির উপস্থিতি, পিকনিক স্পটে আচমকাই গজরাজের আক্রমণ ...
আজকাল | ০৩ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কালিম্পং জেলার গরুবাথান মহকুমায় একটি পিকনিক স্পটে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। তিনি স্থানীয় একটি নদীতে স্নান করতে নেমেছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিকনিকের গানের আওয়াজে তিনি হাতির উপস্থিতি খেয়াল করতে পারেননি। মৃতের নাম গৌতম বর্মণ (৩১) বলে জানা গিয়েছে। অন্যদিকে হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক বনকর্মীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই কালচিনি চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছিল একদল বুনো হাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিভিন্ন রেঞ্জের বনকর্মী ও বন দপ্তরের আধিকারিকরা। ওই সময় বুনো হাতির হানায় মদন দেওয়ান নামক এক বনকর্মীর মৃত্যু হয়। হাতির দলটি বিকেল পর্যন্ত কালচিনি চা বাগানেই থেকে যায়।
দেহটি উদ্ধার করা হয়েছে। বক্সা ব্যাঘ্র ডি.এফ.ডি হরেকৃষ্ণান বিজয় জানান, 'একদল হাতি সকালে বেড়িয়ে কালচিনি রোডের উপরে দাঁড়িয়ে ছিল। হাতির দলকে জঙ্গলের ফেরানোর চেষ্টা চালানোর সময় আমাদের এক কর্মীর হাতির হামলায় মৃত্য হয়। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায়। আমরা হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছি।' স্থানীয় বাসিন্দা আরমান ওঁরাও জানান, সকাল থেকে একদল হাতিকে চা বাগানে ঘুরে বেড়াতে দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। বনদপ্তরে খবর দিলে তারা এসে হাতিগুলোকে জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। জঙ্গল থেকে বার বার কেন হাতি বেড়াচ্ছে বুঝতে পারছি না। এদিন একজন বনকর্মীই হাতি তাড়াতে গিয়ে মারা গিয়েছেন। আমরা নিজেদের সুরক্ষিত বোধ করতে পারছি না।