• ভরা শীতেও গেল না জল যন্ত্রণা, পুরসভার পাইপ ফেটে বিপত্তি হাওড়ার এই দুই ওয়ার্ডে...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পুরসভার পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ায়। বেশ কয়েকমাস ধরে দিনের একটা বেশি সময় জল জমে থাকছে। তা পার করেই মানুষজন যাতায়াত করছেন। ভরা শীতেও এমন জল যন্ত্রণায় অতিষ্ঠ হাওড়ার বেনারস রোড, এফ রোডের বিস্তীর্ণ এলাকার মানুষজন। জমা জলের ওপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে সবাইকে।

    হাওড়া পুরসভার ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় প্রায় ৬ মাস ধরে জল-যন্ত্রণায় বাসিন্দারা। জল জমার পাশাপাশি পুরসভার পানীয় জল অপচয় হচ্ছে। বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কেন এমনটা হবে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। জল জমা জায়গায় পারাপার করতে টোটো রিক্সায় উঠতে হচ্ছে। যাতায়াত খরচ বেড়েছে। পুরসভার পানীয় জলের পাইপ লাইন ফেটে লাগাতার জল বেরিয়ে এলাকা ভাসিয়ে দিচ্ছে আর পুরসভা কার্যত কিছুই জানে না বলে ক্ষোভ স্থানীয়দের।

    দিনের প্রায় ৬ ঘন্টা পানীয় জল বেরিয়ে এলাকা ভাসাচ্ছে। জমা জলের কারণে রাস্তাঘাটের অবস্থাও বিপদজনক হয়ে উঠছে। পিচ উঠে গর্তের সৃষ্টি হচ্ছে। তার উপর দিয়েই অটো সহ বিভিন্ন যান চলাচল করছে। বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। এখন দেখার কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি মেলে হাওড়ার দুটি ওয়ার্ডের বাসিন্দারা।
  • Link to this news (আজকাল)