• কোটি টাকার লুটপাটের পর গৃহস্থের বাড়িতেই জমিয়ে রান্না-খাওয়া, সঙ্গে আমেজে সুরাপান, চোরেদের কীর্তিতে তোলপাড় বর্ধমান
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ধমান শহরের বড়নীলপুর উত্তরপাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় দাস। নববর্ষ উপলক্ষ্যে তিনি সপরিবারে তাঁর শ্বশুরবাড়ির শহর কাঞ্চননগর গিয়েছিলেন। মঙ্গলবার রাতে তাঁরা সেখানেই ছিলেন। বুধবার সকালে ফিরে দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। বাড়ির ভিতর ঢুকে দেখেন আলমারি ভেঙে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে।

    আলমারি থেকে প্রায় ১০ ভরি সোনা ও নগদ ৫০ হাজার টাকা  লুট করে চম্পট দিয়েছে চোরের দল। শুধু তাই নয়, চুরির আগে রীতিমতো বাড়িতে রান্না করে তারা খাওয়া-দাওয়া করে। ডিমভাজা ও মুড়ির সঙ্গে ডাইনিংয়ে বসেছিল মদের আসর।

    রেল কর্মী মৃত্যুঞ্জয় দাস জানান, তাঁর বাড়ির রান্না ঘরে থাকা ফ্রিজ থেকে ডিম বের করে তা ভেজে সুরাপান করেছিল চোরেরা। এক আধটা নয়, ৮ খানা ডিম ফ্রিজ থেকে বের করে ভাজা হয় গ্যাসওভেনে। এমনকি লুটপাট চালিয়ে পালানোর সময় মৃত্যুঞ্জয়বাবুর স্ত্রীর একটি নতুন স্কুটার নিয়েও পালিয়েছে চোরেরা।

    বড়নীলপুর উত্তরপাড়ায় চোরেদের এই কীর্তি সামনে আসতেই অবাক স্থানীয়রা। গৃহকর্তার শ্যালক রাজু দাস জানান,শুধু চুরি নয় ঘরের মধ্যেই রীতিমতো রান্না করে খাওয়া-দাওয়াও করেছে চোরেরা। এতো একেবারে নতুন ধরনের ব্যাপার। বর্ধমান থানায় অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
  • Link to this news (আজকাল)