• পুলিসের নাকের ডগায় চলছে বালি পাচার, 'পেটের দায়'! সাফাই মাফিয়ার...
    ২৪ ঘন্টা | ০৩ জানুয়ারি ২০২৫
  • প্রদ্যুত্‍ দাস: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বারণ করা সত্ত্বেও  জলপাইগুড়ি তিস্তা নদী থেকে বেআইনিভাবে ক্রমাগত চলছে বালি পাচার (sand smuggling)। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতেই সাংবাদিককে হুমকি বালি মাফিয়ার। সরকারিভাবে রয়েলটি পাওয়া যাচ্ছে না। পেটের দায়ে বেআইনিভাবে বালি পাচার করতে হচ্ছে ক্যামেরার সামনে সাফাই বালি মাফিয়ার (Sand Mafia)।

    জলপাইগুড়ি তিস্তা নদী থেকে বেআইনিভাবে অবাধে চলছে বালি উত্তোলন। বৃহস্পতিবার সাতসকালে পুলিসের নাকের ডগায় জলপাইগুড়ি পাহাড়পুর মোড় দিয়ে বেআইনি একাধিক বালি বোঝাই ট্রাক্টর প্রবেশ করছে শহরে। জি ২৪ ঘন্টাযর ক্যামেরায় বালি পাচারের এক্সক্লুসিভ ছবি উঠে আসল। পুলিস বিএলআরও এবং প্রশাসনের একাংশের কর্মীদের পাশাপাশি শাসক দলের নেতাকর্মীদের একাংশের মদত রয়েছে বলে অভিযোগ।

    বৃহস্পতিবার বাংলার অনুপ্রবেশ নিয়ে বড় অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিজি থেকে শুরু করে বিএসএফ সকলকে নিয়েই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গ টেনে এনেই দিলীপ বলেন, 'পুলিস তো ছাড়, পুর প্রশাসনও তোলা তোলে।' তিনি আরও বলেন, 'মালদহ এর নেতা খুন হলেন। পুলিস দফতর তো আপনার হাতে। পুলিস ভেরিফিকেশন হয় পাসপোর্ট এর ক্ষেত্রে। কি করে এটা হয়? উনি কেবল স্টেটমেন্ট দেন।'

    মমতাকে নিশানা করে বলেন, 'হিম্মত থাকলে আগে বালি, কয়লা, গরু পাচার বন্ধ করুন। অপরাধ এ উনি ওদের দিয়ে করেন। সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলেন।' ২০২৬-এর বিধানসভা ভোট নিয়ে বিজেপি নেতা বলেন, '২৬ এ ওষুধ প্রয়োগ হবে। সেই ওষুধ আমাদের কাছে আছে। রাজ্যে যারা তৃণমূলের সঙ্গে থাকবেনা তারা রোজগার করে খেতেও পারবেনা এটা এখানকার রাজনীতি।'

     

  • Link to this news (২৪ ঘন্টা)